ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সুবিতপুর গ্রামে ধর্ষণের শিকার ৫ বছরের শিশুর ডাক্তারি পরীক্ষা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ সদর হাসপাতালে ৩ সদস্যের নারী মেডিকেল বোর্ড শিশুটির বয়স ও ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করেন। ডাক্তারি পরীক্ষায় শিশুটি ধর্ষণের শিকার হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মুসলিমা খাতুন ও ডা. ফালগুনি খাতুন।
এদিকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার সুবিতপুর গ্রামের নুর মোহাম্মদের ছেলে সেলিম হোসেনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত শুক্রবার মায়ের জন্য প্রতিবেশি এক দাদার বাড়িতে পান আনতে গিয়ে ধর্ষণের শিকার হয় ৫ বছরের শিশুটি। বিষয়টি স্থানীয় ১১ নং রাখালগাছি ইউপি চেয়ারম্যান মহিদুল ইসলাম মন্টুকে জানালে তিনি পরিষদে সালিশ বসিয়ে ধর্ষক সেলিমকে ৮০ হাজার টাকা জরিমানা করেন। পরে ৫০ হাজার টাকা আদায় করে আত্মসাৎ করেন। কালীগঞ্জ থানা পুলিশ শিশুকে উদ্ধার ও বুধবার ভোরে ধর্ষক সেলিমকে গ্রেফতার করে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন