ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেলেন সাংবাদিক কামরুল সিকদার। বুধবার সন্ধ্যায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ফরিদপুর জেলা শাখা তাকে এই দায়িত্ব প্রদান করে। ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের অফিস কক্ষে বুধবার সন্ধ্যায় বোয়ালমারী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) হিসেবে বোয়ালমারী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বর্তমান সহসভাপতি কামরুল সিকদারকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব প্রদান করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত আলী জাহিদ, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ফয়সাল আহম্মেদ রবিন, সহসভাপতি শেখ ফজলুল করিম, এস এম মহাব্বত আলী, দপ্তর সম্পাদক সাজিদুর রহমান সোহেল, বোয়ালমারী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক এস কে মনজুর তুষার প্রমুখ।
কামরুল সিকদারকে বোয়ালমারী উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতির (ভারপ্রাপ্ত) দায়িত্ব দেয়ায় অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান তাকে শুভেচ্ছা জানিয়েছেন।
উল্লেখ্য, বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে গত ৮ মার্চ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. তবিবুর রহমান মিন্টু (৫৫) প্রয়াত হওয়ায় পদটি শূন্য হয়।
বিডি প্রতিদিন/আল আমীন