রাজধানীর পল্লবী থানা এলাকায় পৃথক দুইটি অভিযানে ইয়াবা ও হেরোইনসহ তিনজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- ইমরান ভুইয়া (৩০), রিয়াদ খান (২২) ও মনু (৩৪)।
শুক্রবার (৪ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি)-এর মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গতকাল বৃহস্পতিবার (৩ জুন) সন্ধ্যায় পল্লবী থানার ১২ নম্বর সেকশন এলাকায় অভিযান পরিচালনা করে ৯০০ পিস ইয়াবাসহ ইমরান ভুইয়া ও রিয়াদ খানকে আটক করে পল্লবী থানার একটি টিম। একই দিনে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে পল্লবী থানার ১১ নম্বর সেকশন এলাকা থেকে ১০০ গ্রাম হেরোইনসহ মো. মনুকে আটক করে অপর একটি টিম।
তিনি আরও জানান, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পল্লবী থানায় পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত