ফরিদপুরের বোয়ালমারীতে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ছয় দফা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের বোয়ালমারী উপজেলা শাখা গভীর শ্রদ্ধার সাথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে।
সোমবার (৭ জুন) থানা সড়কে আওয়ামী লীগের বোয়ালমারী উপজেলা কার্যালয়ে রক্ষিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বোয়ালমারী উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবং উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন। ছয় দফা দিবস উপলক্ষে এসময় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
পরে ঐতিহাসিক ছয় দফার তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন, উপজেলা আওয়া মীলীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান মীরদাহ পিকুল, উপজেলা যুবলীগের আহবায়ক মহম্মদ রফিকুল ইসলাম প্রমুখ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত