মুজিববর্ষ উপলক্ষে বগুড়ার শেরপুরে দৃষ্টিনন্দন মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সোয়া এগারোটায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে আধুনিক ও সুসজ্জিত ৫০টি মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র একযোগে অনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় শেরপুর শহরের হাজীপুরস্থ ওই মসজিদ প্রান্তে উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, জেলার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সালাউদ্দিন আহম্মেদ, শেরপুর পৌরসভার মেয়র জানে আলম খোকা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস সাত্তার, সহসভাপতি মুনসী সাইফুল বারী ডাবলু, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাবরিনা শারমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহজামাল সিরাজী, শেরপুর থানার ওসি শহিদুল ইসলাম, আওয়ামী লীগের নেতা এড. গোলাম ফারুক, মকবুল হোসেনসহ নানা শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আল আমীন