গাজীপুরের কালিয়াকৈরে বড়ছুটি এলাকা থেকে শুক্রবার রাতে পুলিশ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ সুজন ও আলমগীর হোসেন নামে দু’জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন, ঢাকা জেলার আশুলিয়ায় থানার টেংগুরী এলাকার রফিকুল ইসলামের ছেলে আলমগীর হোসেন (৩২), কালিয়াকৈর উপজেলার হরিনহাটি এলাকার ওয়াজ উদ্দিনের ছেলে সুজন হোসেন (২৮)।
কালিয়াকৈর থানার (এসআই) আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
শনিবার দুপুরে তাদেরকে মামলা দিয়ে গাজীপুর জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/কালাম