মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঝুমা বেগম (২০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে শহরের শান্তিবাগ আবাসিক এলাকার একটি বাসা থেকে এ লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের স্বামী সোহাগ মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। আর সোহাগের ভাই এবাদুর ও পিতা জিয়াউর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় এনে রাখা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। সকালে ঝুমাকে তার স্বামী সোহাগ মিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় কর্তব্যরত চিকিৎসক ঝুমাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার ৩ ঘণ্টা পূর্বেই তার মৃত্যু হয়ে বলে জানান।
ওসি আব্দুছ ছালেক বলেন, আমরা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। লাশের গলায় চিহ্ন ছিল। রির্পোট আসলে মৃত্যুর কারণ জানা যাবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার