মৌলভীবাজারের কমলগঞ্জে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পৌর এলাকার অসহায় হতদরিদ্র ৩০০ পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। আজ শনিবার (১৯ জুন) কমলগঞ্জ পৌর মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে জনপ্রতি ৫০০ টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়। কমলগঞ্জ পৌরসভার আয়োজনে ও পৌর মেয়র মো. জুয়েল আহমেদ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নগদ অর্থ বিতরণ করেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহিদ এমপি।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক, কমলগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. ইয়ারদৌস হাসান, কমলগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসাদুজ্জামান, উপজেলা বিআরডিবি এর সাবেক চেয়ারম্যান ও উপজেলা দ‚র্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল ও কমলগঞ্জ পৌরসভার কাউন্সিলর, মহিলা কাউন্সিলরবৃন্দ।
বিডি প্রতিদিন/হিমেল
 
                         
                                    -19_6.jpg) 
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        