করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ব্যবসায়ী ও মানুষকে সচেতনতা বৃদ্ধি করতে নওগাঁ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে শহরের ৪টি পয়েন্টে সপ্তাহব্যাপী বিনামূল্যে ৪০ হাজার মাস্ক বিতরণ কার্যক্রম শুরু করেছে।
সোমবার সকালে এর উদ্বোধন করেন এফবিসিসিআই এর পরিচালক ও নওগাঁ চেম্বারের সভাপতি ইকবাল শহরিয়ার রাসেল। এ সময় অন্যান্যের মধ্যে চেম্বারের পরিচালক এম এ খালেক, পরিচালক সাজেদুল আলম লাল্টু, সিরাজুল ইসলাম, আবুল কালাম আজাদসহ চেম্বারের কমকতা ও কমচারী বৃন্দরা উপস্থিত ছিলেন।
এফবিসিসিআই এর পরিচালক ও নওগাঁ চেম্বারের সভাপতি ইকবাল শহরিয়ার রাসেল জানান, করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ব্যবসায়ী ও মানুষকে সচেতনতা বৃদ্ধি করতে ৪০ হাজার মাস্ক বিতরণ করবো। করোনার ২য় ধাপে জেলার ১১টি উপজেলার ব্যবসায়ী ও সাধারণ মানুষকে সচেতনতা বৃদ্ধি করতে বিনামূল্যে ৫ লাখ মাস্ক বিতরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        