২২ জুন, ২০২১ ২১:১৬

শাহজাদপুরে সামান্য বৃষ্টিতেই স্কুলমাঠে জলাবদ্ধতা

সিরাজগঞ্জ প্রতিনিধি

শাহজাদপুরে সামান্য বৃষ্টিতেই স্কুলমাঠে জলাবদ্ধতা

শাহজাদপুরে সামান্য বৃষ্টিতেই স্কুলমাঠে জলাবদ্ধতা।

পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার খাষসাতবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে এলাকার শতশত শিশু-কিশোররা। এমন অবস্থায় শিশু-কিশোররা যাতে নির্বিঘ্নে খেলাধুলা করতে পারে এজন্য পানি নিষ্কাশনের জন্য উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন অভিভাবকসহ স্কুলের শিক্ষকরা।

এলাকার পরিবেশকর্মী মামুন বিশ্বাস জানান, খাষসাতবাড়ীয়া উচ্চ বিদ্যালয়টি বন্ধ থাকলেও মাঠটিতে স্থানীয় শিশু কিশোররা নিয়মিত খেলাধুলা করত। কিন্তু সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় প্রায় দুই মাস যাবৎ শিশু কিশোররা খেলতে পারছে না।

খাষসাতবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোবাক্ষর হোসেন জানান, বিদ্যালয়ের মাঠের চারদিকে রাস্তা থাকায় পানি নিষ্কাশন কোনো ব্যবস্থা নেই। একারণে প্রায় দুই মাস যাবৎ বিদ্যালয়ের মাঠে বৃষ্টির পানি জমে জলাবদ্ধতা অবস্থায় রয়েছে।

বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক গোলাম ছোরোয়ার হোসেন জানান, বিদ্যালয়ে প্রায় এক হাজার শিক্ষার্থী রয়েছে। করোনায় স্কুল বন্ধ থাকলেও এলাকার শিক্ষার্থীরাসহ শিশু-কিশোররা প্রতিদিন সকাল-বিকেল খেলাধুলা করত। কিন্তু মাঠে জলাবদ্ধতা থাকায় কেউ খেলাধুলা করতে পারছে না। এতে শিক্ষার্থী খেলাধুলা বিমুখ হয়ে পড়ছে। তাদের মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে।

শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. শামসুজ্জোহা জানান, বিদ্যালয় মাঠের জলাবদ্ধতার বিষয়টি জানা নেই। তবে দ্রুত সরেজমিনে পরিদর্শন করে জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর