২৩ জুন, ২০২১ ২২:১২

গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু

প্রতীকী ছবি

দিনমজুরের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোর মারা গেছে। নিহতের নাম হুমায়ুন (১৪)। সে নেত্রকোনার পূর্বধলা থানার কাঠাবোকা এলাকার তারা মিয়ার ছেলে। 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার এস আই আরিফুল ইসলাম জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের চা-বাগান এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থেকে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বরে বাবার চায়ের দোকানে কাজ করতো হুমায়ুন। লকডাউনের কারণে দু’দিন ধরে দোকান বন্ধ থাকায় ওই চত্বরে নির্মাণাধীন বেঞ্চ তৈরির কাজে রাজমিস্ত্রির সহকারি হিসেবে কাজ করছিল হুমায়ুন। 

বুধবার সকাল সাড়ে ৮টার দিকে কাজ করার সময় পানির পাম্প চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পার্শ্ববর্তী রাজদিঘীতে পড়ে যায় সে। আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে হুমায়ুনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। এ ব্যপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। 

বিডি প্রতিদিন/ মজুমদার 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর