বাগেরহাটের মোরেলগঞ্জে আবুল বাশার হাওলাদার ওরফে বাদশা (৫০) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৬টার দিকে সানকিভাঙ্গা গ্রামের মুদি দোকানী বাদশার মরদেহ তার নিজ বাড়ির বাগানের একটি গাছের সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
বাদশার স্ত্রী রনজিদা বেগম বলেন, সকালে ফজরের নামাজ পড়ে ঘর থেকে বের হয়ে আর ফেরেনি। কিছুক্ষণ পরে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। গাছ থেকে নামিয়ে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে নিহত বাদশার পকেটে পাওয়া এক চিরকুটে লেখা রয়েছে,‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। কোন ভাই-বন্ধুরা আমাকে নিয়ে গুজব ছড়াবেন না, দাবী’। পুলিশ চিরকুটটি জব্দ করেছে।
এ বিষয়ে থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, বাদশার মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য অপমৃত্যুর মামলা রেকর্ড করে লাশের ময়নাতদন্ত করানো হয়েছে। রিপোর্ট পেলে আসল কারণ জানা যাবে।
বিডি প্রতিদিন/আবু জাফর