গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সৈয়দপুর এলাকা থেকে গতকাল মঙ্গলবার রাতে ৮০ পিচ ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করছে থানা পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন- গাজীপুর জেলার কালিয়াকৈর থানার সূত্রাপুর এলাকার মৃত- মজিবুর রহমানের ছেলে মইনুৃল হক (৫০)।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাতে উপজেলার সৈয়দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠের পশ্চিম পাশে রাস্তার উপরে দাঁড়িয়ে মাদক দ্রব্য বিক্রয় করছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে কালিয়াকৈর থানার একটি দল ওই স্থানে পৌঁছালে মাদক ব্যবসায়ীরা টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে একজনকে আটক করে পুলিশ। তার দেহ তল্লাশী করে পকেট থেকে ৮০ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। পরে প্রাথমিকভাবে তাকে জিজ্ঞাসাবাদ করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় কালিয়াকৈর থানার একটি মামলা দায়ের করা হয়েছে।
কালিয়াকৈর থানার (এসআই) আবুল কালাম জানান, গতকাল মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মইনুলকে গ্রেপ্তার করা হয়েছে। আজ দুপুরে তাকে গাজীপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন / অন্তরা কবির