বগুড়ায় বুধবার সকাল ৯টা ১৫ মিনিটে ভূমিকম্পন অনুভূত হয়েছে। হঠাৎ ঘরবাড়ী হ বহুতল ভবন কেঁপে ওঠে। এসময় মানুষ আতংকিত হয়ে ঘরবাড়ী ও বহুতল ভবন থেকে বাইরে আসে। এই ভূমিকম্পনের সময় নারী ,পুরুষ , শিশু ও বৃদ্ধ সব বয়সীদের মাঝে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়। বিশেষ করে বহুতল ভবন থেকে সিঁড়ি বেয়ে নিচে নামার সময় অনেকেই কান্নাকাটি করে। তবে তাৎক্ষনিকভাবে কোথা কোনও ক্ষয় ক্ষতির খবর পাওয়া যায়নি।
বগুড়া শহরের সূত্রাপুর রিয়াজ কাজী লেনের বহুতল ভবনের বাসিন্দা মনিরা বেগম বলেন, হঠাৎ বাসার কিছু কেঁপে ওঠলে ছেলেমেয়েদের নিয়ে দ্রুত ঘর থেকে বের হই। তবে বেশীক্ষন কম্পন না হওয়ায় স্বস্তি পাই।
বিডি প্রতিদিন/আল আমীন