কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশের বিশেষ অভিযান চালিয়ে জুয়া খেলার অপরাধে ছয় জুয়াড়ীকে গ্রেফতার করা হয়।এরপর পুলিশ বাদী হয়ে আটকদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে। এরপর বুধবার দুপুরের পর তাদের কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোররাতে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের চর-রোশন শিমুলবাড়ী এলাকার একটি গাছের বাগানে তাস দিয়ে জুয়া খেলছিল বেশ কয়েকজন। এ অবস্থায় ছয় জুয়াড়ীকে পুলিশ হাতেনাতে গ্রেফতার করে ।
এসময় তাদের নিকট থেকে থেকে নগদ ২ হাজার ৮শ টাকাসহ জুয়ার সরঞ্জাম জব্দ করা হয়। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত সারওয়ার পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে দুপুরের পর কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        