ঝালকাঠি সদর উপজেলার ৯ ইউনিয়ন পরিষদের (ইউপি) নব-নির্বাচিত চেয়ারম্যান শপথ নিয়েছেন। বুধবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের হল রুমে তারা আনুষ্ঠানিকভাবে শপথ নেন। শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মো. জোহর আলী।
এসময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মো. কামাল হোসেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান ও উপজেলা নির্বাহী অফিসার সাবেকুন নাহারসহ জেলা প্রশাসক কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শপথ নেওয়া চেয়ারম্যানরা হলেন-মোবারক হোসেন মল্লিক, মজিবুল হক আকন্দ, নুরুল আমিন খান সুরুজ, গোলাম মাওলা শেরওয়ানী, আবুল কালাম মাসুম, আবু সাঈদ খান, নুরুল ইসলাম জাহাঙ্গির, আব্দুর রহিম ও মঈন উদ্দিন পলাশ।
শপথ নেওয়া আটজন নৌকা প্রতীক ও একজন স্বতন্ত্রভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এর আগে, সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ৯ জন নির্বাচিত চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা দিয়ে সংবর্ধনা দেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান।
আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১টায় ঝালকাঠি উপজেলা পরিষদ মিলনায়তনে ইউপি সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন উপজেলা নির্বাহী অফিসার সাবেকুন নাহার। ঝালকাঠি সদর উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদে গত ২১ জুন নির্বাচন অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/এমআই