পিকআপ ভ্যানে করে ৩৪০ বোতল ফেনসিডিল নিয়ে রংপুর থেকে ঢাকায় যাওয়ার পথে র্যাব-১২ বগুড়া ক্যাম্পের সদস্যরা দুই যুবককে গ্রেফতার করেছে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন-রংপুরের পীরগাছার হাসনা এলাকার মৃত আব্দুল রহিমের ছেলে সাখাওয়াত হোসেন (২৭) এবং বরিশালের বাবুগঞ্জ মুসুরিয়া এলাকার আলাউদ্দিন মল্লিকের ছেলে রবিউল ইসলামক (২৬)।
বৃহস্পতিবার দুপুরে বগুড়া র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল মামুন সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার ভোরে বগুড়ার শাজাহানপুর উপজেলার বি-ব্লক এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি করা হয়। ভোরের সময় রংপুর থেকে ঢাকাগামী একটি পিকআপে থাকা ৩৪০ বোতল ফেনসিডিল, তিনটি মোবাইল ফোন, দুইটি সিমকার্ড ও নগদ ৪ হাজার টাকাসহ তাদের আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে তারা জানায়, ফেনসিডিলগুলো ঢাকায় বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া শাজাহানপুর থানায় হস্থান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই