গাজীপুরের কালিয়াকৈর উপজেলার জামালপুর চাররাস্তা এলাকায় মধ্যপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের নবনির্মিত ভবন উদ্বোধন করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি। শনিবার দুপুরে ভবন উদ্বোধন উপলক্ষে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধ্যপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান সরকার। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে সঞ্চালনা করেন মধ্যপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেলসহ আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা।
বিডি প্রতিদিন/ফারজানা