গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় মঙ্গলবার সকাল থেকেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও কালিয়াকৈর -নবীনগর সড়কের আশেপাশে ৬ কিলোমিটার পর্যন্ত থেমে থেমে যানজট সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ওই রুটে চলাচলকারী যাত্রীরা। যানজট নিরসনে পুলিশ কাজ করছেন।
সালনা থানার ওসি মীর গোলাম ফারুক জানান, গাড়ির সংখ্যা বৃদ্ধি পাওয়ায় জিরানী থেকে চন্দ্রা পর্যন্ত থেমে থেমে যানজট সৃষ্টি হয়েছে। তবে অতি অল্প সময়ের মধ্যে যানজট নিরসন হবে। হাইওয়ে পুলিশ মহাসড়কে কাজ করছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ