২৫ জুলাই, ২০২১ ২০:২৯

লকডাউনে স্বামীকে ভ্যানে করেই হাসপাতালে নিলেন স্ত্রী

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

লকডাউনে স্বামীকে ভ্যানে করেই হাসপাতালে নিলেন স্ত্রী

লকডাউনে স্বামীকে ভ্যানে করে হাসপাতালে নিচ্ছেন স্ত্রী।

ঘড়ির কাটায় তখন দুপুর ১ টা ৫৫ মিনিট। লকডাউন স্বত্বেও প্রখর রোদে স্ত্রী তার স্বামীকে ভ্যানে করে হাসপাতালে নিয়ে যাচ্ছেন। রবিবার (২৫ জুলাই) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড মোড়ে এমন দৃশ্যের দেখা যায়। 

জানা যায়, ফাতেমা বেগমের স্বামী নূরু মিয়া গত ১০-১২ দিন যাবত প্যারালাইসিসের সমস্যায় ভুগছেন। স্বামী অসুস্থ থাকায় দীর্ঘদিন ধরে ফাতেমা মানুষের বাসায় কাজ করে সংসারের খরচ বহন করেন। আর্থিকভাবে অস্বচ্ছল থাকায় হাসপাতালে যাওয়ার জন্য কোনো গাড়িও ভাড়া করতে পারেননি ফাতেমা বেগম। তাছাড়াও লকডাউনে প্রাইভেটকার বা মাইক্রো বেশি ভাড়া নেয় বলে দাবি করেন তিনি। আর পরিবারে একমাত্র মেয়ে ছাড়া নেই। এজন্য বোনের ছেলের মাধ্যমে ভ্যানে করেই হাসপাতালে স্বামীকে নিয়ে যান ফাতেমা বেগম। সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকা থেকে ভ্যানে করে রাজধানীর মাতুয়াইল মেডিকেল যান তারা।

উল্লেখ্য, করোনা সংক্রমণ বাড়তে থাকায় গত ২৩ জুলাই থেকে দুই সপ্তাহের কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়। আর এ বিধিনিষেধের আওতায় গণপরিবহনও রয়েছে। 

 

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর