৪ আগস্ট, ২০২১ ১১:৩৫

হাওরে মাছ ধরার সময়ে বজ্রাঘাতে প্রাণ গেল ২ জেলের

কিশোরগঞ্জ প্রতিনিধি

হাওরে মাছ ধরার সময়ে বজ্রাঘাতে প্রাণ গেল ২ জেলের

কিশোরগঞ্জের নিকলীর একটি হাওরে মাছ ধরার সময়ে বজ্রাঘাতে দুই জেলে নিহত হয়েছেন। এছাড়াও এ ঘটনায় আরও দুই জেলে আহত হন। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে কারপাশা ইউনিয়নের শহরমূল গ্রামের পাশে বড় হাওরে দুর্ঘটনা ঘটে।

বজ্রাঘাতে নিহতরা হলেন নিকলী উপজেলার কারপাশা ইউনিয়নের শহরমূল আউলিয়াভিটা গ্রামের জলহু মিয়া (৫০) ও একই ইউনিয়নের শহরমূল গাছগড়িয়া হাটির শফিকুল ইসলাম (৩৫)। আর আহত দুইজন হলেন শহরমূল উত্তর হাটির কামরুল (৩৫) ও একই গ্রামের মোতালেব (৪৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার রাতে কয়েকজন জেলে একটি নৌকায় করে নিকলী ও করিমগঞ্জ উপজেলার সীমান্তবর্তী বড় হাওরে মাছ ধরতে যান। রাত ১টার দিকে বৃষ্টিপাত শুরু হয়। এর মধ্যে তাদের কেউ নৌকায় এবং কেউ হাওরে মাছ ধরছিলেন। এ সময় বৃষ্টির সাথে বজ্রপাতের ঘটনাটি ঘটে। 

বজ্রপাতে চারজন আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক জলহু মিয়া ও শফিকুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর