জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী বগুড়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।
বগুড়া জেলা প্রশাসনসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠন স্বাস্থবিধি মেনে কর্মসূচি পালন করেছে।
সকাল ৯টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে স্থাপিত শহীদ ক্যাপ্টেন শেখ কামালের অস্থায়ী প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক জিয়াউল হক।
এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, অতিরিক্ত জেলা প্রশাসক মাসুম আলী বেগ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালাহউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। এরপর মুক্তিযোদ্ধা সংসদ পুস্পমাল্য অর্পণ করে।
জেলা পরিষদ চেয়ারম্যান ডা. মকবুল হোসেনের নেতৃত্বে পুস্পমাল্য অর্পণ করেন প্যানেল চেয়ারম্যান আসাদুর রহমান দুলু, সুলতান মাহমুদ খান রনি, সদস্য মাহফুজুল ইসলাম রাজ ও আব্দুল করিম।
জেলা ক্রীড়া সংস্থার পুস্পমাল্য অর্পণকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ খান রনি, সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক, আওয়ামী লীগ নেতা আল রাজি জুয়েল। এসময় জেলা আনসার ভিডিপিসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান পুস্পমাল্য অর্পণ করে।
পরে সকাল ১০টায় জেলা প্রশাসক জিয়াউল হকের সভাপতিত্বে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলার সকল মসজিদে বাদ যোহর শহীদ ক্যাপ্টেন শেখ কামালের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। এছাড়া বগুড়া জেলা আওয়ামী লীগের উদ্যোগে দোয়া মাহফিলসহ বিভিন্ন সংগঠন কর্মসূচি পালন করেছে।
বিডি প্রতিদিন/কালাম