জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে নড়াইল জেলা ছাত্রলীগের পক্ষ থেকে বিনামূল্যে অক্সিজেন সেবার উদ্বোধন করা হয়েছে। আজ বেলা সাড়ে ১২টায় শহরের পুরাতন টার্মিনালস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বিনামূল্যে অক্সিজেন সেবা কার্যক্রমের ভার্চুয়াল উদ্বোধন করেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল-নাহিয়ান খান জয়।
জেলা ছাত্রলীগের সভাপতি চঞ্চল শাহরিয়ার মীমের সভাপতিত্বে অক্সিজেন সেবা কার্যক্রমের ভার্চুয়াল উদ্বোধন ও আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা। ভার্চুয়াল উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রকিবুজ্জামান পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজার বাবা সমাজসেবক গোলাম মুর্তজা স্বপন, আওয়ামী লীগ নেতা হাফিজ খান মিলন, মিটুল কুন্ডু প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার