সুনামগঞ্জের জামালগঞ্জে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনসভা করেছে বিএনপি। শনিবার বিকালে উপজেলা সদরের রেজিস্টারি মাঠে উপজেলা বিএনপি এ জনসভার আয়োজন করে।
এতে প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মমনোনয়ন প্রত্যাশী ও কৃষক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আনিসুল হক৷
তিনি বলেন, রাষ্ট্রনায়ক তারেক রহমান প্রণীত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নই দেশের মানুষের মুক্তির চাবিকাঠি। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে ৩১ দফার আলোকে দেশকে এগিয়ে নিবে। গ্রাম থেকে শহরে সুসম উন্নয়ন হবে। দেশকে নতুন করে সাজানো হবে।
তিনি বলেন, এখন যারা পিআর পদ্ধতির জিগির তুলেছেন, তারা মুলত নির্বাচন বানচাল করতে চান। কিন্তু দেশের মানুষ নির্বাচন চায়। তারা প্রত্যক্ষভাবে তাদের প্রতিনিধি নির্বাচন করতে চায়।
উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ শফিকুর রহমানের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন, বিএনপি নেতা শাহ মোহাম্মদ শাজাহান, মোহাম্মদ আলী, এসএম রহমত, রাখাব উদ্দিন, বাদল মিয়া, জুলফিকার আলী ভুট্টু, জুলফিকার চৌধুরী রানা, এমদাদুল হুদা, গোলাম রব্বানী আফিন্দী প্রমুখ।
পরে সাধারণ মানুষের মাঝে ৩১ দফার লিফলেট বিতরণ করেন আনিসুল হক।
বিডি প্রতিদিন/এএ