বাগেরহাটের মোংলা বন্দরের জেটি এলাকায় পশুর নদীতে পড়ে এমভি শোভা নামের একটি লাইটার জাহাজের এক কর্মচারী নিখোঁজ হয়েছেন। শনিবার (২৩ আগস্ট) সকালে মো. রাব্বি নামের ওই কর্মচারী জাহাজ থেকে নদীতে পড়ে যান।
ঘটনার পরপরই মোংলা বন্দর কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিস এবং কোস্টগার্ডের ডুবুরি দল যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ রাব্বির সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ মো. রাব্বি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বাসিন্দা। মোংলা বন্দর কর্তৃপক্ষ তার নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
এমভি শোভা লাইটার জাহাজের মাস্টার মুজাফফর মোল্লা জানান, রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে জিপসাম বোঝাই করে ঢাকার উদ্দেশ্যে যাত্রার প্রস্তুতি নিচ্ছিল জাহাজটি। তারা মোংলা বন্দরের ৫ নম্বর জেটির বিপরীত পাশে পশুর নদীতে নোঙর করে অপেক্ষা করছিলেন। এ সময় সকালে রাব্বি রান্নাঘর থেকে চা খেতে খেতে ডেকের দিকে যাওয়ার পথে হঠাৎ পা পিছলে নদীতে পড়ে যান। অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে বন্দর কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়।
মোংলা বন্দর কর্তৃপক্ষের উপপরিচালক মাকরুজ্জামান মুন্সি জানান, কর্মচারী নিখোঁজের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বন্দর কর্তৃপক্ষের নিরাপত্তা বিভাগ ড্রোন ব্যবহার করে জাহাজের আশপাশের নদী এলাকায় অনুসন্ধান চালাচ্ছে। পাশাপাশি ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।
উল্লেখ্য, নিখোঁজ মো. রাব্বি এক বছর আগে এমভি শোভা লাইটার জাহাজে ক্রু হিসেবে চাকরিতে যোগ দেন।
বিডি প্রতিদিন/জামশেদ