বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসনের একটি কমানোর প্রস্তাবের প্রতিবাদে রবিবার (২৪ আগস্ট) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত  বাগেরহাটে হরতাল ও ৫টি মহাসড়ক অবরোধের কর্মসূচির সমর্থনে শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় বাগেরহাট জলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের আয়োজনে শহরে বিক্ষোভ মিছিল শেষে প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করে। প্রতিবাদ সমাবেশ জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম সকলকে শান্তিপূর্ণভাবে চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবি আদায়ে রবিবারের হরতাল ও জেলার ৫টি মহাসড়ক অবরোধ সফল করতে আহ্বান জানান।
জেলার চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে রবিবার বাগেরহাটের হরতাল ছাড়াও বাগেরহাট-ঢাকা, মোংলা-খুলনা, মোংলা-ঢাকা, খুলনা-বাগেরহাট-বরিশাল, সাইনবোর্ড-শরণখোলা মহাসড়ক অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের ‘সর্বদলীয় সম্মিলিত কমিটি’।
একইদিন হরতাল ও অবরোধের পাশাপাশি বাগেরহাট জেলা প্রশাসক ও ঢাকায় জাতীয় সংসদ সচিবালয়ের সামনে অবস্থানসহ কর্মসূচি পালিত হবে। এছাড়া সোমবার একই সময়ে ঢাকায় নির্বাচন কমিশন অফিসের সামনে বিক্ষোভ মিছিলসহ অবস্থান কর্মসূচি পালিত হবে।
বাগেরহাটের আসন কমানো অথবা বহাল রাখার বিষয়ে ২৫ আগস্ট নির্বাচন কমিশনে শুনানী অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিডি প্রতিদিন/এএ
 
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        