জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে নীলফামারীতে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে শেখ কামাল স্টেডিয়ামে তার ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করা হয় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, নীলফামারী পৌরসভা, জেলা আওয়ামীলীগ, জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে।
পরে ক্রীড়া সংস্থার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম , জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ আপেল বক্তব্য দেন।
জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক রাসেল আমিন স্বপনের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য দেন জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সম্পাদক তরিকুল ইসলাম গোলাপ।
অনুষ্ঠানে দশজন ক্রীড়াবীদকে সম্মাননা প্রদান শেষে নীলফামারীর পৌরসভার আয়োজনে শেখ কামাল স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ এবং যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে চারটি গাছের চারা রোপন করা হয়।
একই অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে অনুর্ধ্ব-১৯ জাতীয় ক্রিকেট দলের খেলোয়ার মারুফা আকতারকে ক্রিকেট ব্যাট প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/আল আমীন