কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনে বিশিষ্ট ক্রীড়া সংগঠক, সংস্কৃতিসেবী ও বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭৩তম জন্মদিন পালন করা হয়। বৃহস্পতিবার সকালে জেলা শহরের কলেজ মোড়স্থ বিজয়স্তম্ভে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়।
এ সময় শহীদদের উদ্দেশ্যে এক মিনিট নিরবতা পালন শেষে বিশেষ মোনাজাত করা হয়। এ অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম,পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. জাফর আলী, সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, পৌর মেয়র কাজিউল ইসলাম, প্রেস ক্লাবের সভাপতি এডভোকেট আহসান হাবীব নীলু, সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লব প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে, বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় শাপলা চত্বরের জেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে শেখ কামালের জন্মদিন উপলক্ষে জেলা আওয়ামী লীগের আয়োজনে মিলাদ মাহফিল, প্রতিকৃতিতে পুষ্পমাল্য দান ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/আল আমীন