গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ১০টি কেন্দ্রে এক যুগে গণটিকা কার্যক্রম শুরু হয়েছে। প্রতিটি কেন্দ্রে প্রতিদিন ৬০০ জনকে দেওয়া হবে টিকা। শনিবার সকাল থেকে শুরু হয় টিকা দেওয়া কার্যক্রম।
কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা আল বেলাল জানান, সকাল থেকে কালিয়াকৈর উপজেলা একটি পৌরসভা ও ৯টি ইউনিয়নে ১০টি কেন্দ্রে ৩০টি বুথের মাধ্যমে একযোগে টিকা প্রদান করা হচ্ছ । প্রতিটি কেন্দ্রে ৬০০ জনকে টিকা প্রদান করা হবে।
বিডি প্রতিদিন/এমআই