কুড়িগ্রামে নানা আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার সকালে শহরের জিরো পয়েন্টে অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয়ে পুষ্পমাল্য অর্পণ, মিলাদ মাহফিল, আলোচনাসভা ও বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়।
এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি মো. জাফর আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহসভাপতি চাষী এমএ করিম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি এডভোকেট এসএম আব্রাহাম লিংকন, সাঈদ হাসান লোবান, সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, জিল্লুর রহমান টিটু, আ ন ম ওবায়দুর রহমান, মোস্তাফিজার রহমান সাজু, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, আতাউর রহমান বিপ্লব, আনিছুর রহমান চাঁদ, মমিনুর রহমান মুমিন, ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন প্রমুখ। পরে কৃষক লীগের উদ্যোগে কলেজমোড় এলাকায় বৃক্ষরোপণ ও শতাধিক গাছের চারা বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/আল আমীন