গুরত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, পেশাদার অপরাধী ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার এবং আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় পুরষ্কারের অভিন্ন মানদণ্ডে জেলার শ্রেষ্ট অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন বানিয়াচং থানার মোহাম্মদ এমরান হোসেন।
আজ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার এসএম মুরাদ আলি'র কাছ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন এমরান হোসেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহফুজা আক্তার শিমুল, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) পলাশ রঞ্জন দে, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মাহমুদুল হাসান বিভিন্ন থানা হতে আগত অফিসার ইনচার্জ, পুলিশ পরিদর্শক (তদন্ত) ও অন্যান্য অফিসারবৃন্দ।
মোহাম্মদ এমরান হোসেন এর আগে হবিগঞ্জের লাখাই থানার ওসি ও জেলা গোয়েন্দা শাখায় পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। ২০২০ সালের ৪ মে থেকে বানিয়াচং থানায় অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন