জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলেক্ষে গোপালগঞ্জ জেলা পুলিশ সামাজিক বনায়ন কর্মসূচি পালন করেছে।
বুধবার সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জ জেলা পুলিশ এই কর্মসূচি পালন করে। এ উপলক্ষে জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়।
ভিডিও কনফারেন্সে প্রত্যেকটি জেলা সদর ও মেট্রোপলিটন পুলিশ ইউনিট অংশগ্রহণ করে। পুলিশের প্রধান ও পুনাকের প্রধান উপদেষ্টা ড. বেনজির আহমেদ পুলিশ সদর দপ্তর থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বনায়ন কর্মসূচির উদ্বোধন করেন।
পরে জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা পুলিশ সুপারের কার্যালয় চত্বরে বিভিন্ন প্রজাতির ১০টি বৃক্ষরোপণ করেন।
এসময় গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আব্দুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নিহাদ আদনান তাইয়ান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল আলমসহ জেলার ৫টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই