করোনাভাইরাস সংকট মোকাবেলায় শরীয়তপুর জেলায় সরকারি ও বেসরকারিভাবে কর্মহীন মানুষের মাঝে আর্থিক সাহায্য বিতরণ করেছেন জেলা প্রশাসক শরীয়তপুর।
বৃহস্পতিবার শরীয়তপুর জেলা প্রশাসক কার্যালয় সভাকক্ষে ১৫০ জনকে নগদ দুই হাজার টাকা করে প্রদান করলেন শরীয়তপুর জেলা প্রশাসক মো. পারভেজ হাসান। এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাখাওয়াত হোসেন, শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনদীপ ঘড়াই, সোনালী ব্যাংকের ম্যানেজার কামরুল হাসান।
জেলা প্রশাসক পারভেজ হাসান জানান, শরীয়তপুর জেলায় যেসব বেসরকারি প্রতিষ্ঠান সাহায্যে এগিয়ে আসেন তাদের অর্থ এবং সরকারি অর্থ দিয়ে পুরো জেলায় দরিদ্রদের মাঝে ত্রাণ সামগ্রীসহ অর্থ বিতরণ কার্যক্রম অব্যাহত আছে ।
বিডি প্রতিদিন/আল আমীন