নারায়ণগঞ্জ সচেতন নাগরিক কমিটি জেলা শাখার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ সভাপতিত্ব করেন সচেতন নাগরিক কমিটি নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাজিমউদ্দিন মাষ্টার।
সামবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রেখে সাবেক রাষ্ট্রদূত, সচেতন নাগরিক কমিটি আহবায়ক ড. নীম চন্দ্র ভৌমিক বলেন, এই উপমহাদেশের পাকিস্তান ইঙ্গিতে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, মৌলবাদ ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।
এছাড়া সেখানে আরও বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক মহাসচিব সচেতন নাগরিক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মাদ সালাউদ্দিন চৌধুরী শিপন সরকারসহ প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন