পটুয়াখালীর কলাপাড়ায় ২ হাজার ৫০০ হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ। রবিবার বিকেল ৩টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়।
পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের আশ্রয়ণ প্রকল্প স্বপ্নের ঠিকানা’র মাঠে বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড’র (বিসিপিসিএল) সিএসআরের উদ্যোগে এসব খাদ্য সহায়তা দেওয়া হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসক কামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক, পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (অপারেশন) শাহ আবদুল হাসিব, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (মেইনটেইনেন্স) জোবায়ের আহমেদ ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সিভিল) রেজওয়ান ইকবাল খান।
এছাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎ বন্ধু মণ্ডল, ধানখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রিয়াজ তালুকদারসহ বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তা, কর্মচারীরা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলার মহিপুর, লতাচাপলী, চম্পাপুর, লালুয়া, টিয়াখালী ও ধানখালী ইউনিয়নের ২ হাজার ৫০০ হতদরিদ্র পরিবারের মাঝে এসব খাদ্য সহায়তা প্রধান করা হয়েছে। প্রত্যেক পরিবারকে ১২ কেজি চাল, ৩ কেজি আটা, ২ কেজি মসুরের ডাল, ১ লিটার সয়াবিন তেল, ২ কেজি লবণ, ১ কেজি চিনি, ৩টি সাবান ও ৫টি করে মাস্ক বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/এমআই