কক্সবাজারের পেকুয়ায় পুকুরের পানিতে ডুবে দেড় বছর বয়সী মো. ইউসুফ নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টায় উপজেলার রাজাখালী ইউনিয়নের বকশিঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। শিশু ইউসুফ ওই এলাকার নুরুল হোছাইনের ছেলে।
জানা যায়, বাড়ির উঠানে খেলার সময় পরিবারের সদস্যদের অগোচরে পার্শ্ববর্তী পুকুরে পড়ে পানিতে ডুবে মারা যায় ইউসুফ। তার এক চাচী পুকুরে ওই শিশুর মরদেহ পানিতে ভাসতে দেখেন। এসময় তাকে উদ্ধার করে স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে গেলে তিনি মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য মো. ইছমাইল পানিতে ডুবে শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন / অন্তরা কবির 
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        