লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের সাবেক এমপি, ব্যবসায়ী ও সমাজসেবক হাসানুজ্জামান হাসান (৬৫) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার বেলা ১১টায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়। মরহুম হাসানুজ্জামান হাসান পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের মৃত কবির উদ্দিনের ছেলে।
হাসানুজ্জামান ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে (বিএনপি) সাংসদ নির্বাচিত হন। তিনি বুড়িমারী স্থলবন্দরের একজন সিএন্ডএফ ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার নামাজের জানাজা মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় বুড়িমারীর নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে। হাসানুজ্জামানের ছোট ভাই আবু সাইদ বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এমআই