নড়াইলের লোহাগড়া উপজেলার কামঠানা গ্রামের বাসিন্দা হাবিবুর রহমান (৭৫)। তার সাত ছেলে ও চার মেয়েসহ স্ত্রী রয়েছে। তিনি বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে বেশকিছু দিন ধরে ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য তার সন্তানরা প্রায় এক মাস আগে তাকে ঢাকার ইউনিভারসেল হাসপাতালে ভর্তি করে।
চিকিৎসাধীন অবস্থায় হাবিবুর রহমান ছেলেদের কাছে জীবনে একবার হেলিকপ্টারে/বিমানে চড়ার ইচ্ছা পোষণ করেন। চিকিৎসা শেষে সুস্থ হওয়ার পর তার সেই ইচ্ছা পূরণ করতে সন্তানেরা বৃহস্পতিবার বিকালে বেসরকারি কোম্পানির একটি হেলিকপ্টারে করে তাকে বাড়িতে নিয়ে আসেন।
এসময় এলাকার উৎসুক জনতা হেলিকপ্টার দেখার জন্য ভিড় করেন। উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে হাবিবুর রহমানের ছেলে আলিউর রহমান বলেন, বাবার শেষ ইচ্ছা পূরণ করতে তাকে হেলিকপ্টারে করে বাড়িতে আনা হয়েছে। আপনারাও বাবা-মার ইচ্ছা পূরণ করার চেষ্টা করবেন।
বিডি প্রতিদিন/এমআই