কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে ব্যাচভিত্তিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। কাঁঠালবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে গতকাল বৃহস্পতিবার বিকেলে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা ও জেলা পরিষদ সদস্য আব্দুল হক ব্যাপারী।
এসময় বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা তথ্য অফিসের উপ-পরিচালক নুরুন্নবী খন্দকার, জেলা তথ্য অফিসার শাহজাহান আলী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, কুড়িগ্রাম প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, আব্দুল খালেক ফারুক ও প্রধান শিক্ষক জাকির হোসেন প্রমুখ।
উল্লেখ্য, উদ্বোধনী খেলায় ব্যাচ-১৬ (১-০ গোলে) ব্যাচ-১৯-কে পরাজিত করে। লীগ পদ্ধতির এই প্রতিযোগিতায় এ খেলায় মোট ১৩টি দল অংশ নিচ্ছে।
বিডি প্রতিদিন / অন্তরা কবির