সাতক্ষীরার কলারোয়ায় র্যাব-৬ অভিযান চালিয়ে ইয়াবাসহ মো. আল-আমিন হোসেন নামে এক যুবককে গ্রেফতার করেছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় কলারোয়া সরকারি কলেজের সামনে থেকে তাকে আটক করা হয়।
এসময় তার দেহ তল্লাশি করে ২৭৪ পিস ইয়াবা ও একটি মোবাইল সেট উদ্ধার করে র্যাব-৬ সাতক্ষীরার একটি দল। গ্রেফতার আল-আমিন হোসেন উপজেলার বোয়ালিয়া গ্রামের মৃত মহিরউদ্দিন সরদারের ছেলে। তার বিরুদ্ধে র্যাব-৬ এর পক্ষ থেকে কলারোয়া থানায় ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) সারনী ১০(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন / অন্তরা কবির