কুড়িগ্রামের নাগেশ্বরীতে নদী থেকে অজ্ঞাত এক যুবকের ভাসমান অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরের দিকে উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের ইসলামপুরে দুধকুমার নদের সংযোগে স্লুইস গেটের পাশ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, সকাল সাড়ে ১১টার দিকে স্থানীয়রা নদীর পানিতে একটি মরদেহ ভাসতে দেখেন। সেই এলাকায় ওই মরদেহের গন্ধ ছড়িয়ে পড়ে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ দুপুরে এসে ভাসমান মরদেহটি উদ্ধার করে। তবে স্থানীয়রা কেউ এ মরদেহের পরিচয় জানাতে পারেননি।
নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) পলাশ চন্দ্র মন্ডল জানান, মরদেহটি বন্যার পানিতে দুধকুমারের উজান থেকে ভেসে এসেছে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়না তদন্তের পর স্বজনদের পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার