জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সাতক্ষীরার তালা উপজেলার ১৮টি প্রাতিষ্ঠানিক পুকুরে ৫৫৫ কেজি কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। রবিবার (২৯ আগষ্ট) সকালে জাতীয় মৎস্য সপ্তাহের দ্বিতীয় দিনে উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের সরকারী পুকুরে এই কার্যক্রম উদ্বোধন করেন সাতক্ষীরা-১ আসনের সদস্য এ্যাড. মুস্তোফা লুৎফুল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ঘোষ সনৎ কুমার, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, উপজেলা সিনিয়ার মৎস্য কর্মকর্তা স্নিগ্ধ্যা খাঁ বাবলী, কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন, সমাজসেবা কর্মকর্তা সুমনা শারমীন, তালা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরদার জাকির হোসেন, তালা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমাণ্ডার মোঃ মফিজ উদ্দীন, ডেপুটি কমাণ্ডার আলাউদ্দীন জোয়াদ্দার, সাবেক অধ্যক্ষ আব্দুর রহমান, মৎস্য অধিদপ্তরের সকল কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল