চাঁদপুর জেলা প্রশাসনের উদ্যোগে ২৫০ অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে চাঁদপুর স্টেডিয়ামে সহায়তা প্রদান করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
তিনি বলেন, বলেছেন, করোনাকালীন সকল শ্রেনী-পেশার মানুষই কষ্ট আছেন। পৃথিবীর কোন শ্রেনির মানুষ এই সময় ভাল আছে, তা বলা যাবে না। আমরা সকলেই একটি কষ্টের সময় পার করছি। আমরা এই সময়টি যাতে ভালভাবে পার করতে পারি, তার জন্য প্রধানমন্ত্রীর এই উপহার। প্রধানমন্ত্রী সারাদেশের মানুষের জন্যই এই উপহার প্রদান করছেন। যাদের প্রধানমন্ত্রীর উপহার প্রয়োজন, তারা ৩৩৩ নম্বরে কল দিলে, আপনাদের বাড়িতে সেই উপহার পৌঁছে দেব।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইমতিয়াজ হোসেনের পরিচালনায় উপস্থিত ছিলেন প্রেস ক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. উজ্জল হোসেন, মো. ইবনে আল জায়েদ হোসেন প্রমুখ।
বিডি প্রতিদিন/আল আমীন