মাদারীপুরে শিশু লাবিব (১৫) হত্যা মামলায় আসামিদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শনিবার সকালে শিবচর উপজেলার কাঁঠালবাড়ি এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ব্যানার-ফ্যাস্টুন হাতে মানববন্ধনে অংশ নেন দুই সহস্রাধিক মানুষ। এ সময় তারা হাবিব হত্যা মামলার সব আসামিকে গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় আনতে প্রশাসনের কাছে অনুরোধ জানান।
উল্লেখ্য, গত ২৮ মার্চ রাত ৯টার দিকে লাবিবকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় কয়েকজন যুবক। বাংলাবাজার এলাকায় নিয়ে গিয়ে তরলজাত খাবারের সাথে বিষ মিশিয়ে লাবিবের মুখে ঢেলে দেয় দুর্বৃত্তরা। লাবিবের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় তারা। পরে পরিবারের লোকজন গুরুতর অবস্থায় প্রথমে স্থানীয় ক্লিনিকে ভর্তি করে। অবস্থার অবনতি হলে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে নেয়া হলে পথে মারা যায় লাবিব।
গত ১ এপ্রিল লাবিবের বাবা জুলহাস বেপারী বাদী হয়ে শিবচর থানায় জুলফিকার মুন্সী, মোজাম্মেল মাদবর, মোহাম্মদ আলী, নুরু মল্লিকসহ ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। এখন পর্যন্ত প্রধান আসামি জুলফিকার মুন্সীসহ ৩ জনকে গ্রেফতার করেছে শিবচর থানা পুলিশ ও জেলার গোয়েন্দা পুলিশ। বাকি আসামিরা এখনো পলাতক।
বিডি প্রতিদিন/ফারজানা