ফরিদপুরের বোয়ালমারী শহরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিস্কার-পরিছন্ন রাখতে অভিযান শুরু করেছে উপজেলা ও পৌর ছাত্রলীগ। আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পৌর বাস টার্মিনাল, বোয়ালমারী সরকারি কলেজ চত্বর পরিস্কার করে তারা।
অভিযানে অংশ নেয় উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মর্তুজা আলী তমাল, সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক সাব্বির আহম্মেদ প্রিন্স, পৌর ছাত্রলীগের সভাপতি আমিনুর রহমান ফাহিম, সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম মিদুল, সাংগঠনিক সম্পাদক সাফাত ইসলাম বাপ্পি, ছাত্রলীগ কর্মী সিফাত ও শেখ রায়হানসহ নেতাকর্মীরা।
উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মর্তুজা আলী তমাল বলেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বোয়ালমারী শহর পরিষ্কার-পরিছন্ন রাখতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। বর্ষায় ঝরে পড়া লতাপাতাসহ আবর্জনার কারণে মশারও উপদ্রব বেড়েছে। এ কারণে আমরা উদ্যোগী হয়ে কাজ শুরু করেছি এবং জনসাধারণকে যার যার বাড়ির পাশের আবর্জনা পরিষ্কার করতে অনুরোধ করছি।
বিডি প্রতিদিন/আল আমীন