ভোলার লালমোহনে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে লালমোহন ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডে এই ঘটনাটি ঘটেছে।
নিহত শিশুরা হলো- ওই এলাকার শাহিনের ছেলে মো. ছায়েদ (৫) এবং জাকির হোসেনের মেয়ে মিম আক্তার (৫)। মিম কয়েক দিন আগে নানা বাড়িতে বেড়াতে এসেছিল। এ ঘটনায় শিশুদের পরিবারে শোকের মাতম চলছে।
জানা যায়, আজ সকালে দুই শিশু বাড়ির পাশে খেলছিল। কখন কীভাবে পুকুরে পড়ে যায় কেউ বলতে পারেনি। এক পর্যায়ে তাদের দেখতে না পেয়ে স্বজনরা খুঁজতে গিয়ে দেখে পানিতে ভাসছে দুই শিশুর লাশ। পরে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানিয়েছেন লালমোহন থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ।
বিডি প্রতিদিন/আরাফাত