দিনাজপুর পৌরসভা প্রথম শ্রেণি হওয়ার পরেও জরাজীর্ণ রাস্তাঘাট, যেখানে-সেখানে ময়লার ভাগাড়, অপরিচ্ছন্ন ও যানজট নিরসনের দাবিতে মানববন্ধন করেছে পৌরবাসী।
রবিবার বেলা ১১টায় দিনাজপুর ইনস্টিটিউটের উদ্যোগে ইনস্টিটিউটের সম্মুখ সড়কে এ মানববন্ধন পালন করেন তারা। মানববন্ধনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন দিনাজপুর ইনস্টিটিউটের সহ-সভাপতি অ ন ম গোলাম রব্বানীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য মাহামুদুল হাসান মানিক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. বজলুল হক, পৌর নাগরিক মঞ্চের সদস্য সচিব রেজাউর রহমান রেজু, জেলা যুবলীগের সভাপতি রাশেদ পারভেজ, জেলা পরিষদের সদস্য ফয়সল হাবিব সুমন, নাট্য ব্যক্তিত্ব কাজী বোরহান, সাবেক পৌরসভার চেয়ারম্যান সৈয়দ মোসাদ্দেক হোসেন লাবু।
আরও উপস্থিত ছিলেন জেলা জাসদের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, অধ্যক্ষ আব্দুল জব্বার, ইনস্টিটিউটের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মোকাদ্দেস হোসেন বাবলু, কোষাধ্যক্ষ খন্দকার আরিফুজ্জামান নাইম, ওয়ার্কার্স পার্টির জেলা সাধারণ সম্পাদ মো. হবিবর রহমান, সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা সাইফুদ্দিন আকতার, বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান ও মানববন্ধন ব্যবস্থাপনা কামিটির আহ্বায়ক একেএম মেহেরুল্লাহ বাদল প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই