নোয়াখালীর সদর উপজেলায় অটোরিকশা চালককে হত্যা করে লাশ পুকুরে ফেলে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে সুধারাম মডেল থানায় একটি মামলা হয়েছে। পুলিশ পুকুর থেকে লাশ সোমবার দুপুরে উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করে।
নিহত মানিক (২৫) উপজেলার নোয়াখালী ইউনিয়নের কবিরপুর গ্রামের হেঞ্জু মিয়ার ছেলে। সে পেশায় একজন ব্যাটারী চালিত অটোরিকশা চালক। সোমবার দুপুরে নোয়াখালী ইউনিয়নের পশ্চিম চর উরিয়া গ্রামের কলিম উদ্দিন বেপারী বাড়ি সংলগ্ন পুকুর থেকে গলায় গামছা পেছানো লাশ উদ্ধার করা হয়েছে। এলাকাবাসীর ধারনা দুর্বৃত্তরা তাকে হত্যা করে লাশ পুকুরে ফেলে গেছে।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাহেদ উদ্দিন জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার