ঝিনাইদহের কালীগঞ্জের বারোবাজার হাইওয়ে থানায় অনুষ্ঠিত হয়েছে কমিউনিটি ও বিট পুলিশিং সমাবেশ। বুধবার সকাল ১১টায় বারবাজার হাইওয়ে থানার আয়োজনে হাইওয়ে অডিটরিয়ামে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
বারবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মেজবাহউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর হাইওয়ে রিওজনের পুলিশ সুপার হামিদুল আলম, বিশেষ অতিথি হিসাবে ছিলেন যশোর হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আলী আহম্মেদ হাশমী, কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মাহাফুজুর রহমান মিয়া, ৯নং বারবাজার ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম, সুধিজন, সাংবাদিক ও বিট পুলিশিং এর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আপনাদের সহযোগীতায় মাদক নির্মূল, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, সড়কে চুরি-ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজিসহ অনেক অপরাধমূলক কর্মকাণ্ড কমিয়ে আনতে পেরেছে হাইওয়ে পুলিশ। আপনাদের সার্বিক সহযোগীতা পেলে হইওয়ে পুলিশ বাংলাদেশকে একটি নিরাপদ সড়ক উপহার দিতে সক্ষম হবে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        