১৯ সেপ্টেম্বর, ২০২১ ২২:৩৬

ফুলপুরে গ্রাম পুলিশদের সাথে পৃথক মতবিনিময়

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ফুলপুরে গ্রাম পুলিশদের সাথে পৃথক মতবিনিময়

ময়মনসিংহের ফুলপুরে গ্রাম পুলিশদের সাথে উপজেলা প্রশাসন ও থানা প্রশাসনের পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল ১১টায়  উপজেলা পরিষদ সম্প্রসারিত প্রশাসনিক ভবন মিলনায়তনে তাদের সাথে ইউএনওর আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে  উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার তাদেরকে আশ্রয়ণ প্রকল্পের গৃহ নির্মাণ কার্যক্রম তদারকিসহ গ্রাম পর্যায়ে বাল্যবিবাহ সংঘটিত হওয়ার আগেই তথ্য দিতে এবং  মাদক, জুয়া, নারী ও শিশু নির্যাতন বিষয়ে প্রশাসনকে অবহিত করতে নির্দেশ দেন। 

এরপর বেলা ১টার দিকে গ্রাম পুলিশদের নিয়ে ফুলপুর থানা প্রাঙ্গণে পৃথক আরেকটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে গ্রাম পুলিশদের উদ্দেশ্যে উৎসাহমূলক বক্তব্য দেন  ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ্  আল মামুন। তিনি বলেন, আমরা যেমন পুলিশ আপনারাও তেমন পুলিশ। আমরা থানায় থাকি আর আপনারা গ্রামে থাকেন। গ্রামে কোন প্রকার  সরকারবিরোধী বা সন্ত্রাসী কর্মকাণ্ড হলে সঙ্গে সঙ্গে আমাদেরকে জানাবেন। ভয় পাবেন না। সরকারি কাজ করতে গিয়ে ভয় পেলে চলবে না। নিয়ম মেনে চলবেন। পরে দেখব আপনাদের কে কি করে। 

এসময় পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল মোতালেব, ট্রাফিক ইনচার্জ আজিজুল ইসলাম, এসআই মাহবুবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর